একটি মাত্র ডিম দিয়ে তৈরি করে ফেলুন ঝটপট নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য প্যানকেক। প্যানকেক মূলত বিদেশি খাবার তবে আমাদের দেশের পোয়া পিঠার রেসিপির সাথে এর বেশ মিল রয়েছে। রেগুলার প্যানকেকের রেসিপিতে নতুনত্ব আনতে বানাতে পারেন চকলেট চিপ প্যানকেক। ছোটো বড়ো সবারই প্রিয় চকলেট, তাই নাস্তায় এই প্যানকেক হয়ে উঠতে পারে আকর্ষণীয় আইটেম।