চিকেনের প্রতি কমবেশি সবারই আলাদা একটা টান রয়েছে। ভালো তন্দুরি বলতে আমরা হোটেল রেস্তোরার তন্দুরিকেই বুঝি। তবে তন্দুরি চিকেন খেতে হোটেলে টাকা খরচ না করে কম খরচে বাড়িতেই তৈরি করে ফেলতে পারেন লোভনীয় স্বাদের এই তন্দুরি চিকেন। আজ আমরা দেখবো কিভাবে বানাবেন এই তন্দুরি চিকেন-