Loading...
ইলিশ পোলাও

ইলিশকে বলা হয় মাছের রাজা। তাই তো যুগ যুগ ধরে বাঙালির রসনাতৃপ্তি মেটাচ্ছে স্বাদে-গন্ধে অতুলনীয় ইলিশের নানান পদ। ইলিশ মাছ পছন্দ করেন না, এমন বাঙালি মেলা ভার। তাই আসন্ন পহেলা বৈশাখের কথা মাথায় রেখে আজ আপনার জন্য নিয়ে এলাম দারুণ স্বাদের ইলিশ পোলাও রান্নার রেসিপি। চলুন দেখে নেওয়া যাক।

প্রয়োজনীয় উপকরণঃ

  • পুষ্টি চিনিগুঁড়া চাল ৫০০ গ্রাম
  • ইলিশ মাছ ৮ টুকরো
  • আদা বাটা ১ চা চামচ
  • রসুন বাটা ১/২ চা চামচ
  • টকদই ১ কাপ
  • লবণ স্বাদমতো
  • দারুচিনি ২ টুকরা
  • এলাচ ৪টি
  • পেঁয়াজ বাটা ৩/৪ কাপ
  • পেঁয়াজ স্লাইস আধা কাপ
  • পানি ৪ কাপ
  • কাঁচামরিচ ১০টি
  • চিনি ১ চা চামচ
  • পুষ্টি সয়াবিন তেল আধা কাপ

প্রস্তুত প্রণালী

  • 1

    মসলা দিয়ে মাছ কষিয়ে নিন

    ইলিশ মাছের আঁশ ছাড়িয়ে ধুয়ে মাঝের অংশের টুকরোগুলো নিন। এবার মাছের টুকরোগুলোতে আদা, রসুন, লবণ ও টকদই মেখে ১৫ মিনিট মেরিনেট করে রাখুন। এবার একটি পাত্রে তেল গরম করে দারুচিনি, এলাচ দিয়ে নেড়ে পেঁয়াজ বাটা দিয়ে মসলা কষিয়ে নিন। মসলা কষানো হলে মাছ দিয়ে কম আঁচে ২০ মিনিট ঢেকে রান্না করুন। এক ফাঁকে চিনি ও ৪টি কাঁচামরিচ দিয়ে একবার মাছ উল্টে দিন। পানি শুকিয়ে তেল ওপর উঠে এলে রান্না নামিয়ে নিন ও মাছের টুকরাগুলো মশলা থেকে তুলে নিন।

    শেষ হলে মার্ক করে রাখুন

  • 2

    পোলাও রান্না করে মাছ মিশিয়ে নিন

    এবার অন্য পাত্রে ২ টেবিল চামচ তেল গরম করে স্লাইস করা পেঁয়াজ সোনালি করে ভেজে বেরেস্তা বানিয়ে নিন। এরপর বেরেস্তা তুলে নিয়ে চাল দিয়ে কিছুক্ষণ নাড়ুন। মাছের মসলা দিয়ে চাল কিছুক্ষণ ভেজে পানি ও স্বাদমতো লবণ দিয়ে ঢেকে দিন। পানি শুকিয়ে এলে মৃদু আঁচে ১৫ মিনিট রেখে দিন। এবার একটি বড় পাত্রে পোলাওয়ের ওপর মাছ বিছিয়ে বাকি পোলাও দিয়ে ১০ মিনিট ঢেকে রাখুন। শেষ হয়ে এলে পরিবেশন পাত্রে ইলিশ পোলাও নিয়ে ওপরে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশ পোলাও।

    শেষ হলে মার্ক করে রাখুন

0

আপনিও এইগুলি পছন্দ করতে পারেন